ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এখন আর শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়; এটি হয়ে উঠেছে দেশের চলচ্চিত্রচর্চার এক নির্ভরযোগ্য মানদণ্ড এবং আন্তর্জাতিক সিনেমা-বিনিময়ের এক অনন্য প্ল্যাটফর্ম। রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসব এখন বিশ্বের নানা দেশের উৎসব ক্যালেন্ডারে যথেষ্ট সম্মানজনক অবস্থান ধরে রেখেছে।
আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া ২৪তম আসরকে ঘিরে প্রস্তুতি চলছে কয়েক মাস ধরে। সিনেমা বাছাই, শিডিউল তৈরি, বিভিন্ন দেশের দূতাবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের সঙ্গে যোগাযোগ, অতিথিদের আমন্ত্রণ-সব মিলিয়ে রীতিমতো ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা।
এবারের প্রতিপাদ্যও বরাবরের মতো ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’। উৎসব শুরু হবে ১০ জানুয়ারি, চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। ৯ দিনের এই আয়োজনে অংশ নেবে ৯১টি দেশের ২৬৭টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে বাংলাদেশের সিনেমার সংখ্যা উল্লেখযোগ্য, ৬৭টি।
উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, প্রতিবারের মতো এবারও আমরা সিনেমা নির্বাচনে গুরুত্ব দিয়েছি নতুন প্রবণতা, নতুন ভাষা এবং সমকালীন ভাবনার প্রতিফলনে। দেশের সিনেমাও এবার শক্ত অবস্থানে আছে।
মূল প্রতিযোগিতা বিভাগ: বাংলাদেশ প্যানোরমায় আট সিনেমা জায়গা করে নিয়েছে। সিনেমাগুলো হলো- হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’, সোহেল রানা বয়াতীর ‘নয়া মানুষ’, জ্যাক মিরের ‘দ্য স্টোরি অব আ রক’, জোবাইদুর রহমানের ‘উড়াল’, বিপ্লব কুমার পাল বিপুর ‘ধামের গান’, অনন্য প্রতীক চৌধুরীর ‘নয়া নোট’, সুমন ধরের ‘আগন্তুক’, আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। এই বিভাগটি বরাবরের মতোই দেশের চলচ্চিত্রের সার্বিক অগ্রগতি, নির্মাতাদের নতুন দৃষ্টিভঙ্গি এবং গল্প বলার বিবিধ রূপ তুলে ধরে। দর্শকের মধ্যেও ‘বাংলাদেশ প্যানোরমা’ নিয়ে থাকে আলাদা আগ্রহ। এখান থেকেই দেখা যায় দেশীয় চলচ্চিত্রের সামগ্রিক চিত্র।
বরাবরের মতো এবারের উৎসবেও থাকছে ১০টি বিভাগ। এগুলো হলো– এশিয়ান প্রতিযোগিতা, রেট্রোস্পেকটিভ, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম, উইমেন্স ফিল্ম সেশন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা। প্রতিটি বিভাগই আলাদা দর্শক, আলাদা শিল্পভাষার প্রতিনিধিত্ব করে। বিশেষ করে রেট্রোস্পেক্টিভ সেকশন নিয়ে থাকে কৌতূহল, কারণ এখানে সাধারণত কোনো বিশিষ্ট নির্মাতার উল্লেখযোগ্য কর্ম প্রদর্শিত হয়।