• ঢাকা
  • সোমবার , ২২ ডিসেম্বর , ২০২৫
Banner Image
Logo

উটকো ঝামেলায় পড়েছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং

Bangla Barta প্রকাশিত: বৃহস্পতিবার , ২৭ নভেম্বর , ২০২৫

শেয়ার করুনঃ
উটকো ঝামেলায় পড়েছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং

উটকো ঝামেলায় পড়েছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। কেউ একজন হোয়াটসঅ্যাপে তার নাম ও ছবি ব্যবহার করে অন্যদের সঙ্গে কথা বলছে এবং নিজেকে রাকুল হিসেবে পরিচয় দিচ্ছে। সম্প্রতি বিষয়টি নজরে এসেছে নায়িকার। এ নিয়ে ভক্ত-অনুরাগীদের সতর্ক করেছেন তিনি। 

অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে পোস্ট করেছেন। একটি স্ক্রিনশট শেয়ার করে রাকুল লেখেন, সম্প্রতি আমার নজরে এসেছে, কেউ একজন হোয়াটসঅ্যাপে আমার ছদ্মবেশ ধারণ করে মানুষের সঙ্গে চ্যাট করছে। দয়া করে মনে রাখবেন, এই নম্বরটি আমার নয়।

নায়িকা আরও জানান, পরিচিতজনরা যেন সেই ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে কোনো প্রকার কথোপকথনে জড়িয়ে না পড়েন। দ্রুত সেই নম্বরটি ব্লক করে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

ঘটনাটি চলচ্চিত্রজগতে সাইবার-প্রতারণার ক্রমবর্ধমান উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে, অভিনেত্রী অদিতি রাও হায়দারি এবং শ্রিয়া সরনও একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন।

প্রসঙ্গত, কিছুদিন আগে মুক্তি পেয়েছে রাকুল অভিনীত ‘দে দে পেয়ার দে ২’। রোমান্টিক-কমেডি ধাঁচের এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন অজয় দেবগন।

Bangla Barta
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ৯১ দেশের ২৬৭ সিনেমা নিয়ে ঢাকা চলচ্চিত্র উৎসব
    ৯১ দেশের ২৬৭ সিনেমা নিয়ে ঢাকা চলচ্চিত্র উৎসব
  • ট্রাম্পের ‘হবু পুত্রবধূ’কে নিয়ে রণবীরের নাচ!
    ট্রাম্পের ‘হবু পুত্রবধূ’কে নিয়ে রণবীরের নাচ!
  • সড়ক দুর্ঘটনায় গায়কের মৃত্যু, মেয়েকে নিয়ে শেষ পোস্ট ভাইরাল
    সড়ক দুর্ঘটনায় গায়কের মৃত্যু, মেয়েকে নিয়ে শেষ পোস্ট ভাইরাল
  • খ্যাতির আশায় শহরে, কী ঘটল সেই গায়িকার ভাগ্যে
    খ্যাতির আশায় শহরে, কী ঘটল সেই গায়িকার ভাগ্যে
  • এই চেহারা নিয়ে নায়ক হওয়া সম্ভব না
    এই চেহারা নিয়ে নায়ক হওয়া সম্ভব না
  • জুবিন গার্গের মৃত্যু: তিন হাজার ৫০০ পৃষ্ঠার চার্জশিট,
    জুবিন গার্গের মৃত্যু: তিন হাজার ৫০০ পৃষ্ঠার চার্জশিট,
Logo