• ঢাকা
  • সোমবার , ২২ ডিসেম্বর , ২০২৫
Banner Image
Logo

একদিনের ব্যবধানে কমল সোনার দাম

প্রতিবেদক প্রকাশিত: রবিবার , ২৩ নভেম্বর , ২০২৫

শেয়ার করুনঃ
একদিনের ব্যবধানে কমল সোনার দাম

দেশের বাজারে দাম বাড়ানোর একদিনের ব্যবধানে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। শুক্রবার (২১ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। তবে সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। এছাড়া গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ বুধবার (১৯ নভেম্বর) দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৬১২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪২ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। যা কার্যকর হয়েছিল আজ (২০ নভেম্বর) থেকে।

চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ৮০ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৫৪ বার দাম বাড়ানোর পাশাপাশি কমেছে মাত্র ২৬ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানোর পাশাপাশি ২৭ বার সোনার দাম কমিয়েছিল বাজুস।

এদিকে, সোনার দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।

Bangla Barta
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • যুক্তরাষ্ট্রে খেলনার প্রথম চালান পাঠালো আরএফএল
    যুক্তরাষ্ট্রে খেলনার প্রথম চালান পাঠালো আরএফএল
  • রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে একত্রে কাজ করার আহ্বান বস্ত্র উপদেষ্টার
    রফতানি লক্ষ্যমাত্রা অর্জনে একত্রে কাজ করার আহ্বান বস্ত্র উপদেষ্টার
  • এক মাসে ১২০০ ফ্লাইট বাতিল ইন্ডিগোর!
    এক মাসে ১২০০ ফ্লাইট বাতিল ইন্ডিগোর!
  • নতুন বিনিয়োগ গন্তব্য হিসেবে বাংলাদেশকে বেছে নিচ্ছে চীন
    নতুন বিনিয়োগ গন্তব্য হিসেবে বাংলাদেশকে বেছে নিচ্ছে চীন
  • নির্বাচনের আগে আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিদেশে যেতে পারবেন না
    নির্বাচনের আগে আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিদেশে যেতে পারবেন না
  • নভেম্বর মাসে রেমিট্যান্সে নতুন রেকর্ড
    নভেম্বর মাসে রেমিট্যান্সে নতুন রেকর্ড
  • এক মার্কিন ডলারে ইরানের ১২ লাখ রিয়াল
    এক মার্কিন ডলারে ইরানের ১২ লাখ রিয়াল
Logo