• ঢাকা
  • সোমবার , ২২ ডিসেম্বর , ২০২৫
Banner Image
Logo

জুবিন গার্গের মৃত্যু: তিন হাজার ৫০০ পৃষ্ঠার চার্জশিট,

প্রতিবেদক প্রকাশিত: রবিবার , ১৪ ডিসেম্বর , ২০২৫

শেয়ার করুনঃ
জুবিন গার্গের মৃত্যু: তিন হাজার ৫০০ পৃষ্ঠার চার্জশিট,

ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু নিয়ে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। সাড়ে তিন হাজার পৃষ্ঠার এই চার্জশিটে ৪ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্ত চারজনের মধ্যে প্রথমে আছেন নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজকশ্যামকানু মহন্ত। আরও রয়েছেন সিদ্ধার্থ শর্মা, শেখর জ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহন্ত।

জুবিন গার্গ গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় মারা যান। তিনি তখন ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভাল’-এ অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন। মৃত্যুর পর ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন ওঠে এবং আসামে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

পরে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা এসআইটি গঠন করেন। তিনি বলেন, এই মৃত্যুকে একটি খুনের মামলা বলে মনে করেন তিনি। রাজ্য সরকার এ ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার যথাসাধ্য চেষ্টা করবে। 

এমপি গুপ্তার নেতৃত্বে নয় সদস্যের একটি বিশেষ দল দীর্ঘ সময় ধরে এই মামলার তদন্ত পরিচালনা করে। তদন্ত শেষে দাখিল করা চার্জশিটের সঙ্গে বিপুল নথিপত্র ও সাক্ষ্যপ্রমাণ সংযুক্ত করা হয়েছে। এসব নথিতে ঘটনার পূর্ণ বিবরণ, সংশ্লিষ্টদের ভূমিকা ও অভিযোগের পক্ষে তথ্য তুলে ধরা হয়েছে।

এ পর্যন্ত এই মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। মামলাটি এখন আদালতের বিচারিক প্রক্রিয়ার আওতায় রয়েছে।

Bangla Barta
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • ৯১ দেশের ২৬৭ সিনেমা নিয়ে ঢাকা চলচ্চিত্র উৎসব
    ৯১ দেশের ২৬৭ সিনেমা নিয়ে ঢাকা চলচ্চিত্র উৎসব
  • ট্রাম্পের ‘হবু পুত্রবধূ’কে নিয়ে রণবীরের নাচ!
    ট্রাম্পের ‘হবু পুত্রবধূ’কে নিয়ে রণবীরের নাচ!
  • সড়ক দুর্ঘটনায় গায়কের মৃত্যু, মেয়েকে নিয়ে শেষ পোস্ট ভাইরাল
    সড়ক দুর্ঘটনায় গায়কের মৃত্যু, মেয়েকে নিয়ে শেষ পোস্ট ভাইরাল
  • খ্যাতির আশায় শহরে, কী ঘটল সেই গায়িকার ভাগ্যে
    খ্যাতির আশায় শহরে, কী ঘটল সেই গায়িকার ভাগ্যে
  • এই চেহারা নিয়ে নায়ক হওয়া সম্ভব না
    এই চেহারা নিয়ে নায়ক হওয়া সম্ভব না
  • উটকো ঝামেলায় পড়েছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং
    উটকো ঝামেলায় পড়েছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং
Logo