প্রতিবেদক প্রকাশিত: রবিবার , ২৩ নভেম্বর , ২০২৫
সুরকার ও সংগীত পরিচালক হিসেবেই ইমন সাহাকে চিনি আমরা। এবার পাওয়া গেল তাঁর পরিচালক পরিচয়। তাঁর প্রথম সিনেমা ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৭ নভেম্বর। সারা দুনিয়াতেই ইদানীং নানা ধরনের মিজিক্যাল সিনেমা হচ্ছে, নেটফ্লিক্সের ‘কে-পপ ডেমন হান্টার্স’ তো বছরের অন্যতম বড় হিট। তবে দেশে মিউজিক্যাল সিনেমা খুব একটা হয় না। তাই বাংলায় মিউজিক্যাল সিনেমা, নির্মাতা আবার জাতীয় পুরস্কার পাওয়া সংগীত পরিচালক; ফলে প্রত্যাশাটা একটু বেশিই ছিল।
সংগীতজগতের মানুষ হওয়ায় সিনেমায় এই জগতের সংগ্রাম ও অন্ধকার দিকের গল্প তুলে ধরতে চেয়েছিলেন ইমন সাহা। ট্রেলারেও তেমন আভাস ছিল। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি কতটা উতরাতে পারল?
ছোটবেলায় বাবার কাছে মায়ার (নীলাঞ্জনা নীলা) গানে হাতেখড়ি। তাঁর বাবা (আজাদ আবুল কালাম) নিজেই সুর তোলেন, গান বাঁধেন; ছোট একটা দলও তাঁর রয়েছে। গ্রামে সবাই তাঁকে সাধুবাবা হিসেবেই চেনে। বাবার আদর্শে বড় হয়েছে মায়া। গানকে ‘ঈশ্বর’ মানেন সাধুবাবা। মায়াকে ছোটবেলা থেকেই শেখান, ‘সুর ঈশ্বরের দান। সুরের মধ্যে অসুর যেন আসতে না পারে।’