প্রতিবেদক প্রকাশিত: রবিবার , ১৪ ডিসেম্বর , ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে আটক করা হয়েছে।
আজ পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, র্যাব–২ আব্দুল হান্নানকে আটক করে থানায় হস্তান্তর করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, র্যাবের পক্ষ থেকে শুধু আটক ব্যক্তিকে হস্তান্তর করা হয়েছে, মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। দুপুর ২টা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।