প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার , ২৮ নভেম্বর , ২০২৫
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে আজকের ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ও ঢাকা থেকে ২৩ কিলোমিটার দূরে।
রফিকুল ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “বিকেলে দোকানে বসে ছিলাম। হঠাৎ সবকিছু কেঁপে উঠে। দ্রুত দোকান থেকে বের হয়ে রাস্তায় দাঁড়াই।”
গৃহিণী সুমী আক্তার বলেন, “ঘরটা কেঁপে উঠতেই বাচ্চাদের নিয়ে বাইরে ছুটে যাই। মনে হচ্ছিল, আরেকটু হলে সব ভেঙে পড়বে।”
কলেজশিক্ষার্থী মাসুম বিল্লাহ বলেন, “এক সপ্তাহে দেশে সাতবার ভূমিকম্প হয়েছে। এর মধ্যে, চারটির উৎপত্তি নরসিংদীতে। আমরা শঙ্কায় আছি।”
গত ২২ ও ২৩ নভেম্বর দুইদিনের ব্যবধানে ঢাকা ও এর আশপাশ এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে, তিনটির উৎপত্তিস্থলই ছিল নরসিংদী এবং একটির ঢাকা।
বৃহস্পতিবার ভোরে সিলেটে এবং কক্সবাজারের টেকনাফে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়। সর্বশেষ বিকেল সোয়া ৪টার দিকে ৩ দশমিক ৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে।