প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার , ২৮ নভেম্বর , ২০২৫
খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত এলাকা থেকে একমাসে ছয় কোটি ৩১ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি।
চলতি মাসে পার্বত্য চট্টগ্রামসহ বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়নের ১৩টি ব্যাটালিয়ন অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে বলে জানান ৩ বিজিবি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম।
বৃহস্পতিবার সকালে পানছড়িতে লোগাং জোনে সংবাদ সম্মেলনে রবিউল ইসলাম বলেন, চট্টগ্রাম রিজিয়নের দায়িত্বপূর্ণ ৫৪০ কিলোমিটার এলাকায় সীমান্ত পাহারার পাশাপাশি চলতি মাসে ৪৭৭ বোতল মদ, ৪২৯টি ইয়াবা, ৩৮৮ কেজি গাঁজা, ২০০ বোতল বিয়ার এবং বাংলা মদ তৈরির ৫২০টি ট্যাবলেট জব্দ করা হয়। এ ছাড়া ৫০১টি গরু এবং ৩৬টি ছাগল জব্দ করা হয়।
তিনি বলেন, এ সময়ের মধ্যে ১৯ লাখ ৩১ হাজার ২০৯৩ ঘনফুট কাঠ, তিন হাজার ২০০ প্যাকেট বিদেশি সিগারেট, ১১ লাখ ৫১ হাজার ২০০টি সিগারেটের ফিল্টার, ৯২০ কেজি রাবার, ৯৫টি শাড়ি, ১০৭ প্যাকেট আতশবাজি, ৩০৮ লিটার কীটনাশক, ১৫ কেজি জিরা, বিভিন্ন কসমেটিক্স সামগ্রী, চার হাজার ৫০০ ভারতীয় রুপি ও ১৭টি বিভিন্ন প্রকার যানবাহন জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের আনুমানিক বাজার মূল্য ছয় কোটি ৩১ লাখ টাকা; যা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি ভবিষ্যতে চোরাচালান পণ্য উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।