• ঢাকা
  • সোমবার , ২২ ডিসেম্বর , ২০২৫
Banner Image
Logo

সাকিবের রাজত্ব ভেঙে ২৫০ উইকেট তাইজুলের

প্রতিবেদক প্রকাশিত: রবিবার , ২৩ নভেম্বর , ২০২৫

শেয়ার করুনঃ
সাকিবের রাজত্ব ভেঙে ২৫০ উইকেট তাইজুলের

টেস্ট ইতিহাসে বাংলাদেশের পদার্পণ খুব বেশি দিনের না। ২০০০ সালে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে ক্রিকেটের মর্যাদার এই ফরম্যাটে যাত্রা শুরু করে বাংলাদেশ। সে থেকে টেস্টে টাইগারদের যাত্রা খুব একটা মসৃণ না হলেও ব্যাক্তিগতভাবে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন বেশ কয়েকজন খেলোয়াড়। 

সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তাদের মধ্যে একজন।

এবার তাকে ছারিয়ে স্পিনার তাইজুল ইসলাম গড়েছেন দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড। 

আয়ারল্যান্ড টেস্টে সাকিবকে ছাড়িয়ে ২৫০ উইকেটের মাইলফলকে পৌঁছে গেছেন তাইজুল। এই শিকারের মিশনে মোট ২৫৩৯.২ ওভার বল করতে হয়েছে তাইজুলকে। খেলেছেন ৫৭টি ম্যাচ।

অপরদিকে ২৪৬ উইকেট শিকারে সাকিব ৭১ ম্যাচে বল করেছিলেন ২৬১২.৩ ওভার। 

তালিকায় তৃতীয় স্থানে আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ৫৬ ম্যাচে ২১৮৩ ওভার বল করে তুলে নিয়েছেন ২০৯টি উইকেট। 

এরপর তালিকায় নাম আসে বাংলাদেশি কিংবদন্তি বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকের।

Bangla Barta
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • আয়ারল্যান্ডের সামনে রানের পাহাড় তুলে ডিক্লেয়ার দিল বাংলাদেশ
    আয়ারল্যান্ডের সামনে রানের পাহাড় তুলে ডিক্লেয়ার দিল বাংলাদেশ
  • পরিশ্রমই চূড়ায় বসিয়েছে তাইজুলকে
    পরিশ্রমই চূড়ায় বসিয়েছে তাইজুলকে
  • পাকিস্তানের বিপক্ষে ফাইনাল হেরে যা বললেন আকবর
    পাকিস্তানের বিপক্ষে ফাইনাল হেরে যা বললেন আকবর
  • ঘরের মাঠে আবারও হোয়াইটওয়াশ ভারত
    ঘরের মাঠে আবারও হোয়াইটওয়াশ ভারত
  • বল হাতে মুস্তাফিজের বিবর্ণ দিনে জিতল দুবাই
    বল হাতে মুস্তাফিজের বিবর্ণ দিনে জিতল দুবাই
Logo