• ঢাকা
  • সোমবার , ২২ ডিসেম্বর , ২০২৫
Banner Image
Logo

পাকিস্তানের বিপক্ষে ফাইনাল হেরে যা বললেন আকবর

প্রতিবেদক প্রকাশিত: সোমবার , ২৪ নভেম্বর , ২০২৫

শেয়ার করুনঃ
পাকিস্তানের বিপক্ষে ফাইনাল হেরে যা বললেন আকবর

দারুণ বোলিংয়ে পাকিস্তান শাহিন্সকে ১২৫ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। প্রতি ওভারে ছয়ের একটু বেশি রান করলেই জেতা যায়। জুনিয়র টাইগারদের শুরুটা হয়েছিল ভালোই। কিন্তু পাকিস্তানের স্পিনাররা হুট করে ঘাড়ে চেপে বসে। তাতে ধস নামে।

৫৩ রানে সাত উইকেট নেই বাংলাদেশের। নিশ্চিত হারের অপেক্ষা যেন। কিন্তু রাকিবুল হাসান ম্যাচ ঘুরিয়ে দেন। যদিও নবম ব্যাটার হিসেবে তার বিদায়ের পর আবার বিপদে পড়ে বাংলাদেশ। তবে শেষ জুটিতে ১৯তম ওভারে তিন ছক্কায় তারা উত্তেজনা বাড়ায়। শেষ ওভারে ৭ রান দরকার ছিল, ৬ রান তুলে ম্যাচ সুপার ওভারে নেন আব্দুল গফফার সাকলাইন ও রিপন মন্ডল। 

সুপার ওভারে আর পেরে ওঠেনি বাংলাদেশ। ১ ওভারে ২ উইকেট হারিয়ে ৬ রান তোলে তারা। জবাবে ২ বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাকিস্তান দল। ম্যাচে একাধিক ভুল করেছে এদিন টাইগাররা। বিশেষ করে ক্যাচ মিস, মিডল অর্ডার ব্যাটারদের দায়িত্বহীন আউট হওয়া। সবমিলিয়ে শিরোপা হাতে পেয়েও ছেড়ে দেওয়া যাকে বলে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক আকবর আলী জানিয়েছেন, সংকটময় মুহূর্তেও ম্যাচ জেতার বিশ্বাস ছিল তাদের।

আকবর বলছিলেন, ‘ম্যাচ জেতার বিশ্বাসটা আমাদের মধ্যে ছিল। কিন্তু আমাদের শট সিলেকশন ভালো ছিল না, এটার জন্য আমরা শুধু আমাদেরকেই দায় দিতে পারি। দল হিসেবে আমরা যা অর্জন করেছি সেটার জন্য ছেলেদেরকে নিয়ে আমি গর্বিত।’

Bangla Barta
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • সাকিবের রাজত্ব ভেঙে ২৫০ উইকেট তাইজুলের
    সাকিবের রাজত্ব ভেঙে ২৫০ উইকেট তাইজুলের
  • আয়ারল্যান্ডের সামনে রানের পাহাড় তুলে ডিক্লেয়ার দিল বাংলাদেশ
    আয়ারল্যান্ডের সামনে রানের পাহাড় তুলে ডিক্লেয়ার দিল বাংলাদেশ
  • পরিশ্রমই চূড়ায় বসিয়েছে তাইজুলকে
    পরিশ্রমই চূড়ায় বসিয়েছে তাইজুলকে
  • ঘরের মাঠে আবারও হোয়াইটওয়াশ ভারত
    ঘরের মাঠে আবারও হোয়াইটওয়াশ ভারত
  • বল হাতে মুস্তাফিজের বিবর্ণ দিনে জিতল দুবাই
    বল হাতে মুস্তাফিজের বিবর্ণ দিনে জিতল দুবাই
Logo