প্রতিবেদক প্রকাশিত: রবিবার , ২৩ নভেম্বর , ২০২৫
মিরপুরে মাইলফলক হাতছানি দিচ্ছিল মুশফিকুর রহিম ও মুমিনুল হককে। তবে শেষ পর্যন্ত মুশফিক পেয়েছেন ব্যক্তিগত অর্জন, কিন্তু মাত্র ১৩ রান দূরে থেমে গেছে মুমিনুলের অপেক্ষা। আর এই দুইজন আউট হওয়ার সঙ্গেই ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।
দিনের শুরুটা ছিল সাদমান ইসলামের জন্য হতাশার।
অ্যান্ডি ম্যাকব্রাইনের নিচু হয়ে আসা বল সামলাতে গিয়ে এলবিডব্লিউ হন তিনি। সেঞ্চুরির স্বপ্ন অপূর্ণ রেখেই ৭৮ রানে ফেরেন ওপেনার। এরপর দ্রুতই প্যাভিলিয়নে ফিরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। জর্ডান নেইলের হঠাৎ লাফিয়ে ওঠা বল ব্যাটের কানায় লেগে গালিতে থাকা অ্যান্ড্রু বালবার্নির হাতে জমা পড়তেই ১ রান করে বিদায় নিতে হয় তাকে।
এর পরই মুমিনুল-মুশফিক জুটি গড়ে তোলে ইনিংসের ভিত। মুশফিক একবার জীবন পেলেও বাকি সময়ে ছিলেন প্রায় নিখুঁত। বিরতির পর তুলে নেন ক্যারিয়ারের ৩১তম অর্ধশতক। অন্য প্রান্তে ধীরস্থির মুমিনুল ছিলেন রেকর্ড ১৪তম টেস্ট সেঞ্চুরির দোরগোড়ায়।