• ঢাকা
  • সোমবার , ২২ ডিসেম্বর , ২০২৫
Banner Image
Logo

ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি, দাবি ট্রাম্পের

প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার , ২৭ নভেম্বর , ২০২৫

শেয়ার করুনঃ
ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি, দাবি ট্রাম্পের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে মার্কিন প্রশাসন- এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে থ্যাঙ্কসগিভিং উপলক্ষে আয়োজিত টার্কি ক্ষমার অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি গত নয় মাসে আটটি যুদ্ধ বন্ধ করেছি এবং আমরা এখন এই শেষ যুদ্ধটি নিয়ে কাজ করছি। এটি সহজ নয়, তবে আমার মনে হয় আমরা সফল হব।” 

ট্রাম্প বলেন, “আমরা একটি চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি। আমি ভেবেছিলাম এটি আরও দ্রুত শেষ হবে। আমরা আটটি যুদ্ধ শেষ করেছি। ভেবেছিলাম এটি (ইউক্রেন যুদ্ধ) সহজ হবে, তবে আমরা এক বছরেরও কম সময়ে অগ্রগতি করছি।”

এর আগে হোয়াইট হাউসে জানিয়েছিল, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি শান্তি চুক্তি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র ‘অসাধারণ অগ্রগতি’ করেছে। তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “কিছু সূক্ষ্ম কিন্তু অপ্রতিরোধ্য নয়- এমন বিষয় এখনও বাকি, যা সমাধান করতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরো আলোচনার প্রয়োজন।”

গত রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রাথমিকভাবে দেওয়া ২৮ দফা প্রস্তাব নিয়ে আলোচনা করেন। এরপর উভয় পক্ষই ‘আপডেট ও পরিমার্জিত’ শান্তি কাঠামোর খসড়া প্রস্তুত করার ঘোষণা দেয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার রাতে জানান, আলোচনার পর যুক্তরাষ্ট্রের খসড়া পরিকল্পনায় এখন ‘দফা বা পয়েন্ট কম’ এবং এতে ‘অনেক সঠিক উপাদান’ রয়েছে।

মঙ্গলবার ইউক্রেনের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা কাউন্সিলের সচিব রুস্তেম উমেরভ নিশ্চিত করেন যে, জেনেভা আলোচনায় যুক্তরাষ্ট্রের পরিকল্পনার মূল শর্তগুলো নিয়ে কিয়েভ ও ওয়াশিংটন ‘সাধারণ সমঝোতায়’ পৌঁছেছে। তিনি আরও জানান, চূড়ান্ত পদক্ষেপ সম্পন্ন করতে এবং ট্রাম্পের সঙ্গে চুক্তি করতে নভেম্বরের মধ্যে জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের আয়োজন করতে চায় কিয়েভ।

Bangla Barta
শেয়ার করুনঃ

এই বিভাগের আরোও খবর

  • মার্কিন সতর্কবার্তার পর ভেনেজুয়েলায় ফ্লাইট বাতিল ৬টি বিমান সংস্থার
    মার্কিন সতর্কবার্তার পর ভেনেজুয়েলায় ফ্লাইট বাতিল ৬টি বিমান সংস্থার
  • ইমরান খানের শারীরিক পরিস্থিতি নিয়ে গুজব
    ইমরান খানের শারীরিক পরিস্থিতি নিয়ে গুজব
  • বেঁচে আছেন ইমরান খান, সরকার বলছে দেশ ছাড়তে
    বেঁচে আছেন ইমরান খান, সরকার বলছে দেশ ছাড়তে
  • খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানালেন নরেন্দ্র মোদি
    খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানালেন নরেন্দ্র মোদি
  • এক মার্কিন ডলারে ইরানের ১২ লাখ রিয়াল
    এক মার্কিন ডলারে ইরানের ১২ লাখ রিয়াল
  • এক মাসে ১২০০ ফ্লাইট বাতিল ইন্ডিগোর!
    এক মাসে ১২০০ ফ্লাইট বাতিল ইন্ডিগোর!
  • দুর্ঘটনায় মার্কিন যুদ্ধবিমান ধ্বংস, পাইলট অল্পের জন্য প্রাণে বাঁচেন
    দুর্ঘটনায় মার্কিন যুদ্ধবিমান ধ্বংস, পাইলট অল্পের জন্য প্রাণে বাঁচেন
  • উত্তেজনা বাড়ল: জাপানের আকাশসীমার পাশে রাশিয়া-চীনের বিমান টহল
    উত্তেজনা বাড়ল: জাপানের আকাশসীমার পাশে রাশিয়া-চীনের বিমান টহল
  • মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ১২৩ বন্দিকে মুক্তি দিল বেলারুশ
    মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ১২৩ বন্দিকে মুক্তি দিল বেলারুশ
  • মুসলিম দেশগুলোতে অস্থিতিশীলতা ছড়াতে চায় পশ্চিমারা: ইরানি স্পিকার
    মুসলিম দেশগুলোতে অস্থিতিশীলতা ছড়াতে চায় পশ্চিমারা: ইরানি স্পিকার
Logo